কোরআন–হাদীসের বিশুদ্ধ শিক্ষার লক্ষ্যে “বাংলাদেশ শরীয়া মাদরাসা বোর্ড” গঠন ।
কোরআন–হাদীসের বিশুদ্ধ শিক্ষার লক্ষ্যে “বাংলাদেশ শরীয়া মাদরাসা বোর্ড” গঠন
দেশে প্রথমবারের মতো শরীয়াহভিত্তিক স্বাধীন শিক্ষা বোর্ডের সূচনা
প্রকৃত কোরআন ও হাদীসের এলেমকে দেশব্যাপী সুসংগঠিত ও গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “বাংলাদেশ শরীয়া মাদরাসা বোর্ড”। ইসলামী শিক্ষায় মানোন্নয়ন, সঠিক আকীদার চর্চা এবং যোগ্য আলেম তৈরির লক্ষ্য নিয়ে বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা: মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব
বোর্ডটির প্রতিষ্ঠাতা ও উদ্যোগী ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব, অধ্যক্ষ—সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা।
তিনি বলেন,
“দেশের বিভিন্ন অঞ্চলে কোরআন–হাদীসের শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞান প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। এজন্যই একটি স্বাধীন ও পরিশীলিত বোর্ডের প্রয়োজন ছিল।”
শরীয়াহভিত্তিক পাঠ্যক্রম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা
নতুন এ বোর্ডের অধীনে মাদরাসাগুলোতে পাঠ্যক্রম হবে সম্পূর্ণ শরীয়াহসম্মত ও যুগোপযোগী। শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা—সবকিছুই আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
উদ্দেশ্য: যোগ্য আলেম তৈরি ও সঠিক দিকনির্দেশনা
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআন ও হাদীসের গভীর জ্ঞান সম্পন্ন আলেম তৈরির মাধ্যমে দেশের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্র আরও শক্তিশালী হবে।
নতুন বোর্ড মুসলিম সমাজকে সঠিক শিক্ষা ও ইসলামী আদর্শ অনুসরণে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশব্যাপী কার্যক্রম শুরু হবে শিগগিরই
প্রতিষ্ঠার ঘোষণার পরই বিভিন্ন জেলার মাদরাসা থেকে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। শিগগিরই দেশের প্রতিটি বিভাগে আঞ্চলিক অফিস খোলার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
ডেস্ক রিপোর্ট মাওঃ মোঃ আল আমিন কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি।
