রিদওয়ানুল্লাহ এর শ্রেষ্ঠ সংগঠক এ্যাওয়ার্ড ও কর্মি সম্মেলন ।
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ রিদওয়ানুল্লাহ এর শ্রেষ্ঠ সংগঠক এ্যাওয়ার্ড ও কর্মি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মোঃ আল আমিন, মুরাদনগর,বাংগরা বাজার থানা, কুমিল্লা
২৮শে জুন শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর রাহাত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ রিদওয়ানুল্লাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন।
সভাপতি, মাওলানা মো. মিছবাহ উদ্দীন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ রিদওয়ানুল্লাহ।
প্রধান অতিথি: জনাব গোলাম মোস্তফা মাস্টার, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ রিদওয়ানুল্লাহ।
বিশেষ অতিথি: এড. জাহাঙ্গীর আলম, কুমিল্লা জর্জ কোর্ট।
সঞ্চালনায় : মাওলানা এহসান বিন পিয়ার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ রিদওয়ানুল্লাহ।
উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কাদির, রেদওয়ান আহমেদ সজল, মাওলানা মেহেদী হাসান, হারুন পাটোয়ারী, মাওলানা মোঃ আল আমিন মিয়া, ইসহাক।
বিভিন্ন জেলা উপজেলার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠন সম্পর্কে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন মত প্রকাশ করা হয় ।
বাংলাদেশ রিদওয়ানুল্লাহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মাওলানা মো. মিছবাহ উদ্দীন ভূঁইয়া কুমিল্লা ট্রিবিউন বাংলা কে বলেন ।
বাংলাদেশ রিদওয়ানুল্লাহ হচ্ছে জাতীয় পর্যায়ে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সেবাধর্মী সংগঠন, যেটি কোন প্রকার রাজনীতি চর্চা করে না, শুধুমাত্র সেবা চর্চা করে।
কার্যক্রমঃ প্রতি বছর দুই ঈদে দেশের বিভিন্ন অঞ্চলে দুঃস্হ-অসহায়দেের মাঝে ঈদ উপহার বিতরণ করা।
লক্ষ্য-উদ্দেশ্যঃ ঈদ উপহার বিতরণ করার মাধ্যমে মহান আল্লাহর রিদওয়ান বা সন্তুষ্টি অর্জন করা।
নিয়মনীতিঃ মনে করুণ, আমাদের সদস্য সংখ্যা ২০ জন, এই ২০ জন সদস্যর নাম লিখে লটারি দেয়া হবে ( এই লটারি জায়েয),লটারিতে যে সদস্যর নাম উঠবে তার গ্রামে দুঃস্হ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।
পরের ঈদে বাকি ১৯ জন সদস্যর নাম দিয়ে লটারি দেয়া হবে, লটারিতে যার নাম উঠবে তার গ্রামে ঈদ উপহার দেয়া হবে। এভাবে প্রত্যেক সদস্যর গ্রামেই ঈদ উপহার দেয়া হবে।
আয়ের উৎসঃ প্রত্যেক সদস্যর কাছ থেকে প্রতি ঈদে ২০০ টাকা করে বছরে ৪০০ টাকা উঠানো হয়। পরিশেষে তিনি বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি ও অর্জন হাসীলের জন্য দুস্হ অসহায় মানুষের পাশে আছি।
২০২৪ অর্থ বছরে শ্রেষ্ঠ সংগঠক এ্যাওয়ার্ড প্রদান করা হয় হাফিজ রুকন উদ্দিনকে, ছাতক, সুনামগঞ্জ।
২০২৫ অর্থ বছরে শ্রেষ্ঠ সংগঠক এ্যায়ওয়ার্ড প্রদান করা হয় মাওলানা মুফতি আরিফ বিল্লাহ নূরীকে, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
![]() |
বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ড দেয়া হয় |
![]() |
আলম (বাঙ্গরাবাজার, কুমিল্লা) |
![]() |
মাওলানা এহসান বিন পিয়ার (চৌদ্দগ্রাম, কুমিল্লা) |
![]() |
সৈয়দ হোসাইন মুরাদ (বাঙ্গরাবাজার, কুমিল্লা) |
বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ড দেয়া হয়
১. সাদিকুর রহমান (মুরাদনগর, কুমিল্লা)
২. কাজী ইবরাহীম (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া)
৩. জুয়েল মিয়া (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া)
৪. মেহেদী হাসান (বুড়িচং, কুমিল্লা)
৫. আজিজুর রহমান (নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া)
৬. আলাউদ্দিন (বাঙ্গরাবাজার, কুমিল্লা)
৭. সৈয়দ হোসাইন মুরাদ (বাঙ্গরাবাজার, কুমিল্লা)
৮. মোর্শেদ (ভোলা সদর)
১০. মাওলানা আহমদ উল্লাহ (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ)
১১. মাওলানা আল আমিন (বাঙ্গরাবাজার, কুমিল্লা)
১২. আলম (বাঙ্গরাবাজার, কুমিল্লা)
১৩. মাওলানা এহসান বিন পিয়ার (চৌদ্দগ্রাম, কুমিল্লা)
১৪. মাওলানা শামিম আহমেদ (বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া)
ডেস্ক রিপোর্ট
মাওলানা মোঃ আল আমিন মিয়া
কুমিল্লা, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।